বিশ্বকাপে আজ মাঠে নামবে যেসব দল

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের জমজমাট আসরে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপে ফেভারিটরা ফুটবলপ্রেমীদের অনেকটা হতাশ করেছে বলা যায়। সেই হিসেবে আনন্দটা যেন অনেকটা ফিকে হয়ে গিয়েছে। চলছে নানা বিশ্লেষণ। তাহলে ফেভারিটদের টপকিয়ে কি শিরোপা ঘরে তুলবে অন্য কোন দল। সেটা দেখতেই আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মস্কোয় পর্তুগাল মুখোমুখি হবে মরক্কো। গ্রুপ ‘বি’ মাঠে নামবে দল দু’টি। অন্যদিকে রাত ৯ টায় রোস্তভে গ্রুপ ‘এ’ থেকে উরুগুয়ে বিপক্ষে মাঠে নামবে সৌদি আরব।

এছাড়াও বাংলাদেশ সময় রাত ১২টায় কাজানে ইরান বিপক্ষে লড়াই করবে স্পেন। গ্রুপ ‘এ’ থেকে মাঠে নামবে তারা।

খেলাগুলো সরাসরি দেখানো হবে বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশের চ্যানেলগুলো ছাড়াও ভারতের সনি টেন ১ ও ২ এবং রাশিয়ার আইটিভি’তে দেখানো হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় রাশিয়া বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল এবং ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গত বিশ্বকাপ আসরে শিরোপা ঘরে তুলেছিল জার্মানি। আর রানার্স আপ হয়েছিল অন্যতম দল আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না: সিইসি
পরবর্তী নিবন্ধছাত্রলীগের নতুন কমিটি কবে?