ঈদের ফাঁকা রাস্তায় বেপরোয়া যান, মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঈদের আমেজ এখনো কাটেনি। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে ট্রাফিক আইন ভাঙছেন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।

ডিএমপি নিউজে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযানকালে ৩৯২টি মামলায় ও ২,৪৭,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১টি গাড়ি ডাম্পিং ও ৭৪টি গাড়ি রেকার করা হয়।

রবিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন সেনাপ্রধান আজিজ আহমেদ
পরবর্তী নিবন্ধনরসিংদীতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত