নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ উপলক্ষে সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অনেকেই ছুটি নিয়ে ঘরমুখো হয়েছে। ঈদের আগে শেষ কর্মদিবসে এ কারণে সচিবালয় অনেকটা ফাঁকা হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে অফিসে হাজিরা দিয়েই অনেকে বাড়ির পথ ধরছেন। ঈদের আগে দর্শনার্থীদেরও আর সচিবালয়ে আসতে দেখা যাচ্ছে না।
শুধু সরকারি কর্মকর্তারাই নয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেশিরভাগই কয়েক দিন আগে নিজের এলাকায় চলে গেছেন। মন্ত্রীদের অনুপস্থিতে মন্ত্রণালয়গুলোতেও কাজে ঢিমেতাল লক্ষ্য করা গেছে। জাতীয় নির্বাচনের বছর রোজার ঈদকে সামনে রেখে তারা নিজেদের এলাকায় বাড়তি সময় দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়।