ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নাড়ির টানে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। তবে শুরুতেই তাদের পড়তে হচ্ছে শিডিউল ভোগান্তিতে। রোববার সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে।

সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে।

তবে ঘরমুখো হাজারও মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। তবে শিডিউল ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

কমলাপুর রেলস্টেশনে মারুফ নামে এক যাত্রী বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে। বাসে ভোগান্তি বেশি, তাই এবার ট্রেনে যাচ্ছি। কিন্তু এখন দেখছি ট্রেনেও একই অবস্থা। তবে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে ভালো হতো।

পূর্ববর্তী নিবন্ধদুপুরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন সালমারা
পরবর্তী নিবন্ধরাজধানীতে চোরের ছুরিকাঘাতে যুবক নিহত