রোহিঙ্গা ইস্যু : আইসিসির চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিচারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ।

এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন- হ্যাঁ, আমরা আইসিসির অনুরোধের জবাব দিয়েছি। তবে এটি কবে দেয়া হয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, এ জবাব দেয়া একটি আবশ্যিক ব্যাপার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তারা যেসব তথ্য চেয়েছেন আমরা সব দিয়েছি। আমরা এখনও এর দ্বীপ০ক্ষীয় সুরাহা চাই। এ সময় তিনি জাতিসংঘে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ প্রস্তাবের কথাও উল্লেখ করেন। শাহরিয়ার আলম বলেন, আমরা সংকট নিরসনে ওই পাঁচ দফা প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বাংলাদেশের মতামত এবং তথ্যপ্রমাণ চেয়ে চিঠি দিয়েছে আইসিসি। আইসিসির দেয়া চিঠির উত্তর ১১ জুনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানাডার অন্টারিওর প্রাদেশিক পরিষদে জয়ী প্রথম বাংলাদেশি ডলি বেগম
পরবর্তী নিবন্ধদুবাইয়ে যাত্রাবিরতি শেষে টরেন্টোর পথে প্রধানমন্ত্রী