বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা তদন্তের দাবি ইইউয়ের

পপুলার২৪নিউজ ডেস্ক  :

বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এক বিবৃতিতে এই দাবি করেছে সংস্থাটির ঢাকার কার্যালয়।

মাদকবিরোধী অভিযানে গত ৪ মে থেকে এ পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে সংস্থাটি বিবৃতিতে বলেছে, বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড ও দেশের আইন অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সরকার।

আমরা আশা করি, সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সব মৃত্যুর ঘটনা তদন্ত করবে। এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির সঙ্গে নতুন ১৮ বিচারপতির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধমতিঝিলে টেলিফোন-ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ