বগুড়ায় কাভার্ডভ্যান উল্টে ৩ দিনমজুর নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন দিনমজুর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের মৃত ইমাম আলীর ছেলে শাহ মাহমুদ (৪০), একই এলাকার মৃত সাবান আলীর ছেলে মহসিন আলী (৫৫) এবং মৃত ইসমাইল হোসেনের ছেলে সাদেক আলী (৬০)।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন আলী জানান, সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন চার দিনমজুর। এ সময় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্টো ম-১১-৪৪৮) শেরপুরের ছোনকাবাজারের দক্ষিণে তেলপাম্পের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিন দিনমজুরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং আহত হন একজন।

এ ঘটনায় আহত ইদ্রিস আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবরগুনায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে জি-সেভেন আউটরিচে আমন্ত্রণ কানাডার