সৌদিকে পরমাণু তথ্য দিচ্ছে ইসরাইল

পপুলার২৪নিউজ ডেস্ক :

সৌদি আরবের কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরাইল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরাইলের একজন শীর্ষপর্যায়ের পরমাণু বিশ্লেষক এ তথ্য ফাঁস করেছেন।

অ্যামি দোর-অন নামের ইসরাইলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ সহযোগিতা সম্ভব হয়েছে।

তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।

ইসরাইলি বিশ্লেষকের মতে, শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরাইল রিয়াদকে পরমাণু তথ্য দেবে এই কারণে যে, যাতে সৌদি আরব পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।

ইসরাইল-সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এজন্য ইসরাইল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।

সৌদি আরব এরই মধ্যে পরমাণু কর্মসূচি চালুর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে। সূত্র: পার্সটুডে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছেন বিএনপি নেতারা: কাদের
পরবর্তী নিবন্ধহিন্দু নারীর সঙ্গে জামায়াত নেতার পরকীয়া, অতঃপর…