রামপুরায় বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তবে গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী শনিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা সড়কের দুই দিকই বন্ধ করে দেয়। এতে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

ওই পোশাক কারখানার শ্রমিক সোহেল বলেন, গত ৩ মাস ধরে আমরা বেতন পাইনি। কবে পাব তাও জানি না। এছাড়া ঈদে বোনাসেরও কোনো খবর নাই। তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। বেতন-বোনাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (এসি) লুবনা মোস্তফা বলেন, বেতন ভাতা পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

গার্মেন্টস কর্মীদের বিক্ষোভের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় যানজট লেগে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাকিব
পরবর্তী নিবন্ধকুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত