মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী।

রোববার দিবাগত রাত ৩টার দিকে মিরপুরের রূপনগর ‘ট’ ব্লকে সরকারি কর্মচারীদের নির্মাণাধীন ভবনের পাশে এ ঘটনা ঘটে।

রূপনগর থানার এসআই মিজানুর জানান, রূপনগরে সরকারি কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে মাদক কেনাবেচা হচ্ছে- এমন খবর পেয়ে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল দিবাগত রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়।

মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। ডিবিও পাল্টা গুলি চালালে একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ আরও জানান, ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘৩ দিনে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান’
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার তিন মামলার জামিন আবেদনের আদেশ আজ