সাতক্ষীরায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় মাদক কারবারি বলে অভিযুক্ত ইউনুস আলি দালাল (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

পুলিশের ভাষ্য, মাদক ভাগাভাগি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে কলারোয়ার বড়ালি রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করেছে।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, রাত পৌনে ২টায় তার কাছে খবর আসে যে বড়ালি সীমান্তে মাদক চোরাচালানিদের দুগ্রুপ মাদক ভাগাভাগি নিয়ে গোলাগুলি এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এ খবর পেয়ে টহল পুলিশের একটি দল নিয়ে উপরিদর্শক সোলায়মান হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ওসি আরও বলেন, কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে এক ব্যক্তিকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে শোনা যায়।

পুলিশ তাকে উদ্ধার করে জানতে পারে তার নাম মো. ইউনুস আলী দালাল। পরে তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত ইউনুস আলী দালাল কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আবদুল্লাহ দালালের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে কলারোয়া থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।

ইউনুস আলীর লাশ ময়নাতদন্তের জন্য কলারোয়া থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডে ফের মেয়র হলেন বাংলাদেশি মুজিবুর
পরবর্তী নিবন্ধএকাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপে ১৩ লাখ আবেদন