আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ১ জুন থেকে। অগ্রিম টিকেট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে সংবাদ সম্মেলন রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।
আর ফিরতি টিকেট বিক্রি ১০ জুন শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রী।
টিকিট বিক্রি শুরুর প্রথম দিন ১ জুন পাওয়া যাবে ১০ জুনের টিকিটি, ২ জুন পাওয়া যাবে ১১ জুনের, এরপর ৩ জুন, ৪ জুন, ৫ জুন ও ৬ জুন পাওয়া যাবে যথাক্রমে ১২ জুন, ১৩ জুন, ১৪ জুন ও ১৫ জুনের টিকিট।
মুজিবুল হক বলেন, ‘ঈদ শেষে ফিরতি টিকেটের ক্ষেত্রে যারা ১০ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ১৯ জুন, যারা ১১ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ২০ জুন, যারা ১২ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ২১ জুন, যারা ১৩ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ২২ জুন, যারা ১৪ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ২৩ জুন ও যারা ১৫ জুন টিকেট সংগ্রহ করবেন তারা ২৪ জুন ভ্রমণ করতে পারবেন।’
রেলমন্ত্রী বলেন, ‘একজন যাত্রী ৪টির বেশি টিকেট পাবেন না। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে। এরমধ্যে দুটি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।