বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মনজয়পাড়ার বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নূরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ৯নং ওয়ার্ডের বড়ইতলী গ্রামে রূপায়ন বড়ুয়ার নিয়োগ করা শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরোয়ার কামাল চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, পাহাড় কাটার সময় ছয় শ্রমিক মাটিচাপা পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন প্রশাসন ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।