মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত ৫

দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা জলিরপাড় ইউনিয়ন কলিগ্রাম জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলা কমলা বালা মিলি বালা সহ কমপক্ষে৫ জন আহত হয়েছে ।
স্থানীয় সূত্রে জানাগেছে,কালিপদ সাথে একই এলাকার বিনোদ মল্লিক সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি বিরোধ চলে আসতে ছিল। বকুল মল্লিক বাদি হয়ে গোপালগঞ্জ কোটে মামলা দায়ের করে দীর্ঘদিন মামলা মালা চলার পর মামলায় রায় পায় বকুল মল্লিক। মামলার রায় পাওয়া সত্যও বিনোদ মল্লিক রায় অমান্যতা করে।
১৬ মে বিনোদ মল্লিকও তার ছেলে বিপ্লব মল্লিক সকালে জমির উপর জোর করে ঘর তুলতে যায় কালিপদ বালা বাধা প্রদান করেন।এক পর্যায়ে বিল্পব মল্লিক লোকজন নিয়ে কালিপদর উপর হামলা করে পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পরিবারের ৫ জন আহত হয়।আহতরা হলো কালিপদ বালা(৬০)স্ত্রী কমলা বালা (৪৫)মেয়ে মিলি বালা (২৫)ছেলে নিলকমল বালা (২৯)মাসির ছেলে উজ্ঝল বাড়ৈ (২৪) এরা সবাই মুকসুদপুর উপজেলা ৫০শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে অবস্থা আশংকাজনক, মিলি বালা।
কালিপদ বলেন আমার জায়গায় জোর করে ঘর তুলতে আসলে আমি নিষেধ করি।সে ক্ষিপ্ত হয়ে আমার পরিবারের উপর হামলা চালায়ে বাড়ীঘর ভাংচুর, ও লুটপাটের করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধনেপালে ফের বিমান বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধপবিত্র মাহে রমজান শুরু শুক্রবার