চাঁদপুরে চুরির অপবাদ দিয়ে কিশোরকে হাতুড়িপেটা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে হাবিব (১৫) নামে এক কিশোরকে ল্যাপটপ চুরির মিথ্যা অপবাদ দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালের এ ঘটনায় হাবিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

আহত হাবিব কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

কিশোরের পারিবারিক সূত্র জানায়, কচুয়া বাজারের ফল ব্যবসায়ী মো. জামাল হোসেন তার ছেলে হাবিবকে মঙ্গলবার বিকালে ১০ হাজার টাকা দিয়ে বিশ্বরোডের জসিমের আড়ত থেকে ফল আনতে পাঠান। এ সময় কৌশলে একটি নির্জন বাড়িতে নিয়ে চুরির অপবাদ দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পাসহ হাবিবের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে করইশ গ্রামের মো. রাসেল ও সোহাগ।

পরে আশপাশের লোকজন টের পেয়ে কচুয়া থানা পুলিশের সহায়তায় ওই দিন সন্ধ্যায় হাবিবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান জামাল হোসেন।

কচুয়া থানার এসআই মো. জসিম উদ্দিন বলেন, কিশোর হাবিবের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববাজারে দ্রুত বাড়ছে ওয়ালটন পণ্যের চাহিদা
পরবর্তী নিবন্ধছাত্রলীগে সিন্ডিকেট নেই যোগ্যরাই আগামীর নেতৃত্ব দেবে: সোহাগ