পপুলার২৪নিউজ প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে অপসারণের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর পর সকাল ৮টার দিকে মূল ফটক আটকে দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যে অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদকে পুনর্বহাল করতে হবে। না হলে লাগাতার ধর্মঘট চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মূল ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার দুপুরে জরুরি সভা শেষে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় প্রকাশনা জালিয়াতির অভিযোগে এ অধ্যাপককে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে এ ধর্মঘটে অংশ নেন।