নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকে ভরাটকৃত কুড়ি বিলের জায়গা দখল বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে এঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে জড়িত ১৫জনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত জাফরুল ইসলাম, ময়নুল হক, মাসুম আহমদ, বাবলা মিয়া ও জাকি আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভরাটকৃত কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া ও সুন্দর আলী এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাউয়া বাজারে তালহা টেইলার্সে জাফরুল ইসলাম ও জাহেদ আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রামে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের প্রায় ৫০জন আহত হন।
কৈতক হাসপাতালে চিকিৎসা শেষে শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদ(২৫) কে আটক করেছে পুলিশ।
জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ১৫রাউন্ড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে। আটককৃতদের ছাতক থানায় প্রেরণ করা হয়েছে।