ইরানের বিরুদ্ধে ৬০০ কোটি ডলার ক্ষতিপূরণের রায়

পপুলার২৪নিউজ ডেস্ক :

২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলায় ক্ষতিগ্রস্তদের ৬০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে বলে যুক্তরাষ্ট্রের একটি আদালত এক বিতর্কিত রায়ে জানিয়েছেন।

ওই হামলায় অন্তত তিন হাজার লোক নিহত হয়েছিলেন। খবর আলজাজিরার।

ইসলামিক রিপাবলিকান অব ইরান বনাম থমাস বারনেট মামলায় এক হাজারের বেশি লোকের নিহত হওয়ার জন্য ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী, দেশটির কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করেছেন আদালত।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জর্জ বি ডানিয়েলস এ রায় দিয়েছেন।

বিচারক রায়ে বলেন, ইরানকে ১১ সেপ্টেম্বর হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিটি দম্পতিকে সাড়ে ১২ কোটি ডলার, হতাহতদের প্রতিটি বাবা-মাকে আট কোটি ৫০ লাখ, শিশুপ্রতি আট কোটি ৫০ লাখ ও তাদের প্রতিটি ভাইবোনকে সাড়ে ৪২ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর থেকে ৪.৯৬ বার্ষিক সুদের হারও এ অর্থের সঙ্গে প্রযোজ্য হবে।

বিচারক ড্যানিয়েলস এর আগে ২০১১ ও ২০১৬ সালে ইরানের বিরুদ্ধে দুটি বিতর্কিত রায় দিয়েছিলেন। তাতে ছিনতাই করা বিমান দিয়ে ওই হামলার ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলায় ইরানের বিরুদ্ধে ছিনতাইকারীদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেয়ার অভিযোগ আনা হয়েছে। তবে কোনো ইরানি নাগরিক তাতে জড়িত ছিলেন কিনা, তা এখনও পরিষ্কার নয়।

পূর্ববর্তী নিবন্ধদহনে সিয়ামের নায়িকা বাধন ও পূজা
পরবর্তী নিবন্ধবিএনপিকে ছাড়া একতরফা নির্বাচন করতে চায় সরকার : মির্জা ফখরুল