আইএসে যোগদান, ১৯ রুশ নারীর যাবজ্জীবন কারাদণ্ড 

পপুলার২৪নিউজ ডেস্ক:

অবৈধভাবে ইরাকে অনুপ্রবেশ করে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ার দায়ে রাশিয়ার ১৯ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত।

রোববার ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডিত নারীরা তাদের শিশুসন্তানদের কোলে নিয়ে এজলাসে উপস্থিত ছিলেন।

ইরাকের বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, আইএসের সন্ত্রাসবাদকে সমর্থন ও এতে যোগদানের দায়ে রুশ নারীদের শাস্তি দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ এপ্রিল ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছিল, আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকায় আজারবাইজানের তিন নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কেন্দ্রীয় অপরাধ আদালত।

একই সঙ্গে রাশিয়ার দুই নাগরিক এবং ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ওই আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের বিভিন্ন জনপদ দখল করে কথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিল আইএস।

তবে ২০১৭ সালের শেষদিকে জঙ্গিগোষ্ঠীটি ইরাকের সরকারি বাহিনীর কাছে পরাজিত হয়ে ইরাক ছাড়ে।

এর পর ইরাক সরকার আইএসের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করে কারাগারে রেখেছে। এর মধ্যে অন্তত ৫৬০ নারী ও ৬০০ শিশু রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি  নিহত  
পরবর্তী নিবন্ধব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাডের পদত্যাগ