নেতাজির নিখোঁজ রহস্যের গোপন ফাইল দেখতে দিচ্ছে না ফ্রান্স

পপুলার২৪নিউজ ডেস্ক :

ঔপনিবেশিকতাবিরোধী প্রখ্যাত বাঙালি নেতা সুভাষ চন্দ্র বসু সম্ভবত ভিয়েতনামের একটি কারাগারে মারা গেছেন।

ফ্রান্সের কাছে এ সংক্রান্ত একটি গোপন ফাইল রয়েছে। তবে ফাইলটি ১০০ বছর আগে কাউকে দেখতে দেবে না বলে জানিয়েছে ফ্রান্সের জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ।

ভারতীয় বংশোদ্ভূত জাঁ-ব্যাপতিস্ত প্রশান্ত মোরে ওই ফাইলটির হদিসের কথা জানিয়ে এটি উদ্ধারে ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন।

মোরে জানান, সম্প্রতি তিনি গবেষণার কাজে ফরাসি সেনাবাহিনীর বিভিন্ন নথি নিয়ে কাজ করছিলেন। ওই সময় একটি বিশেষ ফাইল নিয়ে তিনি কাজ করতে চাইলে ফ্রেঞ্চ ন্যাশনাল আর্কাইভাল অথরিটি তা দিতে অস্বীকার করে।

ফাইলটি নেতাজি সুভাষচন্দ্র বসুসংক্রান্ত এ কথা জানিয়ে কর্তৃপক্ষ বলে দিয়েছে, ১০০ বছরের জন্য এই ফাইল ধরাছোঁয়ার বাইরে থাকবে।

মোরে বলেন, ফরাসি সিক্রেট সার্ভিসের নথি ঘাঁটতে ঘাঁটতে প্রতীয়মান হয়েছে- নেতাজির জীবনাবসান হয়েছে ভিয়েতনামের বোট কাটিনেট কারাগারে।

গবেষণাকালে একটি বিশেষ ফাইলের সন্ধান পান মোরে। এটি নেতাজি ও তার সেনাবাহিনী আইএনএ সংক্রান্ত। সায়গনে ১৯৪৫ সালে নেতাজির অবস্থানের কথা এই ফাইলে রয়েছে।

সম্ভবত ওই বছরই বোট কাটিনেট কারাগারে নেতাজির মৃত্যু হয় বলে ধারণার কথা জানান ফরাসি গবেষক মোরে।

তিনি বলেন, ভারত সরকারের উচিত যথা শিগগির সম্ভব ফরাসি সরকারের কাছ থেকে ওই ফাইল দাবি করা। বিমান দুর্ঘটনায় যে নেতাজির মৃত্যু হয়নি, তা প্রমাণ করতে পারে ওই এক বছরের জন্য গোপনীয় করে রাখা ফাইলটি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাশনে বিপ্লব আনতে চাইছেন সৌদি রাজকুমারী নৌরা
পরবর্তী নিবন্ধভারতে সস্তায় বিক্রি হয় মেয়েরা