ইসরাইলি গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন

 পপুলার২৪নিউজ ডেস্ক :

গাজা উপত্যকায় গ্রেট মার্চ ফর রিটার্ন বা বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনি এক সাংবাদিক বুধবার মারা গেছেন।

নিহত ২৪ বছর বয়সী আহমেদ আবু হুসেন গাজার আল শাব রেডিওতে কাজ করতেন।

১৩ এপ্রিলের বিক্ষোভে তিনি যখন সংবাদ সংগ্রহ করছিলেন, তখন তিনি বুকে বড় করে প্রেস লেখা সাংবাদিকদের সুরক্ষা জ্যাকেট পরা ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সুরক্ষা জ্যাকেট পরা আবু হুসেন আহত হয়ে পড়ে আছেন।

গত ৩০ মার্চ শুরু হওয়া ঘরে ফেরার বিক্ষোভে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তাকে নিয়ে এ পর্যন্ত দু্জন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনির স্বাস্থ্য অধিদফতর জানায়, আবু হুসেনের শরীরের এক পাশ দিয়ে একটি বুলেট ঢুকে গিয়েছিল। এর পর অধিকৃত পশ্চিমতীরের হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী সময় আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ইসরাইলের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তাকে নিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৯ জনে।

এর আগে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন স্থানীয় আইন মিডিয়ার আলোকচিত্র সাংবাদিক ইয়াসের মুরতজা।

ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে, মুরতজা ছাড়াও আরও পাঁচ সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। যদিও তাদের গায়ে প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট ছিল।

দেশটির সাংবাদিক সমিতির মতে, মুরতজা ও আবু হুসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরাইল। তারা দখলদারদের নেতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন ৪ জুন
পরবর্তী নিবন্ধ‘আমি যে মেয়ে বিশ্বাস করতেই ভুলে গেছি’