‘সালাহ বিক্রির জন্য নয়’

পপুলার২৪নিউজ ডেস্ক :

মৌসুমে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে করেছেন ৪৩ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫টি। একাধিক ব্যক্তিগত অর্জন। দীর্ঘ ১১ বছর পর সমর্থকদের দেখাচ্ছেন মর্যাদার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন। এমন সোনার ডিম পাড়া রাজহাঁসকে কেউ ছাড়তে চাইবে?

লিভারপুলও চাচ্ছে না। কোচ ইয়ুর্গেন ক্লপ স্রেফ জানিয়ে দিলেন, বিক্রির জন্য নয় মোহাম্মদ সালাহ।

অলরেডসদের হয়ে অভিষেক মৌসুমটা দারুণ কাটছে মিসরীয় ফরোয়ার্ডের। তার ঈর্ষাণীয় পারফরম্যান্সে নজর পড়েছে ইউরোপিয়ান হেভিওয়েটদের। তাকে ডেরায় ভেড়াতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদলের মার্কেট সরগরম হতে এখনও ঢের বাকি। শোনা যাচ্ছে, এরই মধ্যে দ্য ফরাওখ্যাত ফুটবলারকে কিনতে দৌড়ঝাঁপ শুরু করেছে দুই স্প্যানিশ জায়ান্ট।

এ প্রেক্ষিতে ক্লপ যা বললেন, তাতে পিছু হটতে বাধ্য হতে পারে বার্সা-রিয়াল কর্তৃপক্ষ। লিভারপুল কোচ বলেন, আমি এখনও এ নিয়ে কিছু শুনিনি। তবে জেনে রাখুন, সে বিক্রির জন্য নয়। এমনকি ২০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দিলেও আমরা তাকে বিক্রি করব না।

অবশ্য একই বক্তব্য দিয়েছিলেন ফিলিপে কুতিনহোর ক্ষেত্রেও। শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেননি এ জার্মান কোচ। গত জানুয়ারিতে ১৪২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে লিভারপুল ছেড়ে বার্সায় পাড়ি জমান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। রোমান বিষে নীল হয়ে ইউরোপসেরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সেই বার্সা। অন্যদিকে ফাইনালে উঠতে আর একধাপ বাকি ইংলিশ ক্লাবটির।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধইরানে খুঁজে পাওয়া মমিটি কার?