আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩

পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাঘলানপ্রদেশের ভোটার নিবন্ধন কেন্দ্রে আইএস জঙ্গিদের সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

রোববার রাজধানী কাবুলের দাশ্ত-ই-বার্চি ও বাঘলানপ্রদেশের পুল-ই-খুমারি এলাকায় ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

এর মধ্যে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ৫৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১০ স্থানীয় বাসিন্দা। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পর বাঘলানপ্রদেশের পুল-ই-খুমারি এলাকার অপর একটি ভোটার কেন্দ্রে বোমা হামলা চালায় আইএস। এতে নিহত হন একই পরিবারের ছয়জন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, অক্টোবরের পার্লামেন্ট ও আঞ্চলিক পরিষদের নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখ খানের বাড়ির পাশে সোনম কাপুরের বিয়ে
পরবর্তী নিবন্ধআরব আমিরাতে শুধু সরকারিভাবে লোক পাঠানো হবে: কর্মসংস্থানমন্ত্রী