বিরাটের সিংহাসনে থাবা রায়নার

পপুলার২৪নিউজ ডেস্ক :

শুরু থেকেই জমে উঠেছে এবারের আইপিএল। প্রতি ম্যাচেই হচ্ছে মরণপণ লড়াই। শ্রেষ্ঠত্বের ক্ষেত্রেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

কয়েক দিন আগে সুরেশ রায়নাকে সরিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর সিংহাসনে বসেন বিরাট কোহলি। এবার তাতে থাবা মারলেন রায়না। ভারতীয় অধিনায়কের কাছ থেকে এক নম্বরের মুকুটটি ছিনিয়ে নিলেন তিনি। অবশ্য পুনরুদ্ধার করলেন বলাটাই শ্রেয়।

একাদশ সংস্করণ শুরুর আগে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন রায়না। মুম্বাই ইন্ডিয়ানসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারলেও অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন বিরাট। এর সুবাদে চেন্নাই রানমেশিনকে টপকে যান তিনি।

তবে মুকুটটা মাথায় বেশি দিন পরে থাকতে পারলেন না বিরাট। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হার না মানা ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলে ফের তা বাগিয়ে নিলেন রায়না। রাজ্যপাট ফিরে পাওয়া এ খেলোয়াড়ের এখন রান ৪ হাজার ৬৫৮। আর বিরাটের রান ৪ হাজার ৬৪৯।

মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা (৪ হাজার ৩৪৫)।

উল্লেখ্য, বিদেশিদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তার রান ৪ হাজার ১৪।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআইপিএলে ধারাভাষ্যকার প্রসেনজিৎ-ঋতুপর্ণা!