প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়

পপুলার২৪নিউজ ডেস্ক :

প্যারাগুয়ের রক্ষণশীল দল কোলোরাডোর প্রার্থী মারিও আবদো বেনিতেজ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।

রোববার অনুষ্ঠিত এ নির্বাচন শেষে দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি।

প্রধান নির্বাচন কর্মকর্তা জাইম বেস্টার্ড বলেন, ‘মারিও আবদো বেনিতেজ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’ ৯৬ শতাংশ ভোট গণনার পর তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনে বেনিতেজ ৪৬.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফরেইন আলেগ্রি ৪২.৭২ শতাংশ ভোট পেয়েছেন। তিনি ধারণার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ প্যারাগুয়ের প্রয়াত স্বৈরশাসকের এক সিনিয়র সহকারীর ছেলে। তিনি যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকার আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত