আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩১

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আরও ৫৪ জন আহত হয়েছেন।

রোববার রাজধানী কাবুলের দাশ্ত ই বার্চি এলাকায় একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

যেখানে এই হামলা হয়েছে সেই এলাকাটিতে সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের লোকজন বসবাস করে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী বোমা হামলা চালিয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কেন্দ্রটিতে পরিচয় পত্র দেয়ার সময় হেঁটে সেখানে আসা এক ব্যক্তি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে ৩১ জন নিহত হয়েছেন এবং ৫৪ জন আহত হয়েছেন।

বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে শিশু ও নারীরাও ছিল। সবাই তাদের পরিচয় পত্র সংগ্রহ করতে সেখানে জমায়েত হয়েছিল।

উল্লেখ্য, অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছরের যুদ্ধে নিহত সোয়া কোটি মুসলমান
পরবর্তী নিবন্ধফখরুলের নেতৃত্বে বাড্ডায় বিএনপির বিক্ষোভ মিছিল