ভারতে গড়ে ১৫ মিনিটে একটি শিশু যৌন নিগ্রহের শিকার

পপুলার২৪নিউজ ডেস্ক :

রতশাসিত জম্মু ও কাশ্মীরে শিশু কন্যা আসিফা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের কলকাতায় বিক্ষোভ-এএফপি

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি শিশুকে যৌন নিগ্রহ করা হচ্ছে বলে দেশটির একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্রাই’ জানিয়েছে।

শিশু অধিকার রক্ষা সংক্রান্ত ওই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাবালকদের বিরুদ্ধে অপরাধ গত ১০ বছরে ৫০০ শতাংশ বেড়েছে।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইন।

প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এ ধরনের অপরাধের ৫০ শতাংশ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশে নথিভুক্ত।

১৫ শতাংশ শুধু উত্তরপ্রদেশেই। পশ্চিমবঙ্গে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর মতে, শিশু নিগ্রহ আগেও হতো। কিন্তু বিষয়গুলো সামনে আসত না। বাবা-মা, অভিভাবক সামাজিক লজ্জা-অপমানের ভয়ে বিষয়গুলোকে লুকিয়ে রাখতেন। এখন দিন বদলেছে।

তিনি বলেন, বাবা-মায়েরা এ বিষয়ে সচেতন থাকুন। সন্তানকে বিশ্বাস করুন। সন্তান কিছু বললে চুপ করিয়ে দেবেন না। মন দিয়ে শুনুন।

পূর্ববর্তী নিবন্ধ‘দাঁড়াও! তোমার জাদু ছোটাচ্ছি’
পরবর্তী নিবন্ধঅবসর ভেঙে ফিরলেন আফ্রিদি