মোদির বিরুদ্ধে বিজেপি এমপিদের বিদ্রোহের ডাক

পপুলার২৪নিউজ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষমতাসীন দল বিজেপির এমপিদের বিদ্রোহের ডাক দিয়েছেন দলটির প্রবীণ নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।

একই দুই শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরলী মনোহর যোশীকেও দেশের স্বার্থে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভারতের প্রভাবশালী পত্রিকা দা ইন্ডিয়ান এক্সপ্রেস এ এক উপসম্পাদকীয় নিবন্ধে যশবন্ত সিনহা মঙ্গলবার এ বিদ্রোহের ডাক দিয়েছেন।

প্রকাশিত ওই নিবন্ধের শিরোনাম ছিল, ‘ডিয়ার ফ্রেন্ড, স্পিক আপ’।

তিনি লিখেছেন, আমরা প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছি। কারণ আমরা ভেবেছিলাম, লোকসভা জয়ের মাধ্যমে ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে। কিন্তু সরকারের পাঁচ বছরেও দেশের সর্বত্র হতাশা।

হাতাশার কারণ উল্লেখ করে যশবন্ত লিখেছেন, একের পর এক ধর্ষণ, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংক দুর্নীতি, তফসিল জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার, সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যর্থতা, সুপ্রিমকোর্টের শীর্ষ বিচারপতিদের বিদ্রোহ, দলের অভ্যন্তরে গণতন্ত্রহীনতা অন্যতম।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় আবারো হামলা, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস
পরবর্তী নিবন্ধঢাকায় অনলাইনে যৌন ব্যবসা, ব্যবসায়ী আটক