আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঢাকার আশুলিয়ার জিরানি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে জিরানি এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টস চেম্বারস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরহাদ হোসেন (২৪)। তিনি ময়মনসিংহ মুক্তাগাছার আলী হোসেনের ছেলে। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট। অন্যজন নাবিনুর রহমান নওগাঁ জেলার আতরাই থানার আবদুল কুদ্দুসের ছেলে। তারা দুজন ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন ঘুমাতেন বলে জানান আশুলিয়া থানার এসআই কামরুল হোসেন।

তিনি জানান, সকালে জিরানির এলাকার আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টস চেম্বারসে দুজনের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে মদের বোতল ও কিছু শুকনা খাবার পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপান করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।

পূর্ববর্তী নিবন্ধনারীকে সিগারেট ছুড়ে ‘পালাতে গিয়ে’ ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধলন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী