জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২ জন।
রবিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনের অবস্থাও আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগর পুর এলাকায় বাজিতপুর থেকে ভৈরবগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন সিএনজির ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান শাহীন (২২) ও আব্দুল করিম (২৮) নামে দুই যাত্রী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিএনজির চালক লালমিয়া। পুলিশ সিএনজি ও ট্রাক্টরটি আটক করেছে।