কুমিল্লার নাঙ্গলকোটে রান্নাঘরে ৫২ গোখরা!

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কুমিল্লার নাঙ্গলকোটে এক বাড়ির রান্নাঘরের মেঝের নিচ থেকে ৫২টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মক্রবপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের খাঁন বাড়ির নুরুজ্জামান খাঁনের বাড়ির রান্নাঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মো. নুরুজ্জামান খাঁন জানান, রান্না করার সময় মেঝের ইটের নিচে ২টি সাপ বিচরণ করতে দেখতে পান তিনি। পরে স্থানীয় এক সাপুড়েকে ডেকে আনেন। ওই সাপুড়ে মেঝের ইট সরিয়ে একে একে ৫২টি গোখরা সাপ বের করেন।

এর মধ্যে বড় দুটি গোখরা সাপুড়ে নিয়ে যান। বাকি ৫০টি সাপকে মেরে ফেলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সাপগুলোকে দেখতে আশপাশের অনেক লোক জড়ো হন।

এ বিষয়ে জানতে নাঙ্গলকোট উপজেলা বন কর্মকর্তা খন্দকার মোয়াজ্জেম হোসেনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধইরানি উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাশার আল আসাদ
পরবর্তী নিবন্ধঘুষসহ নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক