রাজীবের অবস্থা সংকটাপন্ন, ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন  

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নতুন করে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

এর আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন জানান, মাথায় আঘাতজনিত কারণে রাজীবের নিউরোলজিক্যাল অবস্থার অবনতি ঘটেছে। এ ছাড়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজীবকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

প্রতিদিনের মতো গত ৩ এপ্রিল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এই ছাত্র মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসে পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় স্বজন পরিবহনের একটি বাস তার বাসটিকে ঘেঁষে ওভারটেক করতে গেলে মাঝখানে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাত। তাকে উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে পর দিন বুধবার তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সংকটাপন্ন রাজীব এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

 

 

পূর্ববর্তী নিবন্ধতরুণীকে বিজেপি নেতার ধর্ষণ, বিচার চাইতে গিয়ে বাবা খুন
পরবর্তী নিবন্ধ ঘাড় ও কোমরের হাড়ে সমস্যা দেখা গেছে খালেদা জিয়ার