ছাতকে কোটি টাকার সরকারী সম্পত্তি দখলমুক্ত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে উচ্ছেদ অভিযানে প্রায় এক কোটি টাকা মুল্যের সরকারী সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বুলডেজার দিয়ে ঘুড়িয়ে ফেলা হয় অবৈধভাবে স্থাপিত ৭টি দোকান।
সুনামগঞ্জ জেলার নির্বাহী হাকিম অঞ্জন দাসের উপস্থিতিতে শহরের থানা রোড এলাকায় অবৈধ দখলে থাকা ৩২শতাংশ ভুমি উচ্ছেদ করা হয়। দখলকৃত বর্তমান ভূমির মুল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। ওই জমিতে ৭টি বিভিন্ন প্রকারের স্থাপনা ছিল।
গত বছরের শেষ দিকে হাইকোর্টে একটি মামলার রায়ের প্রেক্ষিতে সাম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে দখলদারদের ভুমি ছেড়ে দেয়ার নোটিশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দখলদার ভুমি না ছাড়ায় পাকা ও আধাপাকা ৭টি দোকান ঘর ছাতক থানা পুলিশের সহায়তায় বুলডেজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানের সময় ঘটনাস্থলে ছাতক সহকারী কমিশানার (ভুমি) সোনিয়া সুলতানা, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও সার্ভেয়ার উপস্থিত ছিলেন। পরে দখলমুক্ত জমিতে জেলা প্রশাসনের একটি সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে বড় ভাইয়ের হাতে পুলিশ কনস্টেবল ছোট ভাই খুন
পরবর্তী নিবন্ধ৮ম শ্রেণী পরেই ৫ম শ্রেণী পাস