আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যারা

পপুলার২৪নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুরি, গ্যালারিতে দর্শকদের বিরামহীন উল্লাস, গেইল-কোহলি-ডি ভিলিয়ার্স ঝড়ে বুদ সমর্থকরা। ব্যাটিংয়ের এমন ধুন্দুমার নির্জাস নিয়েই মাঠে গড়াচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আইপিএল।

আগামীকাল শনিবার বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ১১তম আসরের। মঞ্চ মাতাবেন একঝাঁক বলিউড ও ক্রিকেট তারকা।

বরাবরই টুর্নামেন্টটি মাতিয়ে থাকেন বিগ হিটাররা। ২০ ওভারের যুদ্ধে অসংখ্য অসাধারণ ইনিংস উপহার দেন তারা। বইয়ে দেন বাউন্ডারি, ওভার বাউন্ডারির স্রোত।

এবার একনজরে দেখে নেব- এ টুর্নামেন্টের সেরা পাঁচ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান কারা।

ক্রিস গেইল : টি-টোয়েন্টির কিং তিনি। আইপিএলের বসও। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান বলে স্বীকৃত এ ক্যারিবিয়ান। ১০০ ইনিংসে ২৬৫টি ছক্কা মেরে তালিকার প্রথম স্থানে আছেন এ দানব ব্যাটসম্যান।

সুরেশ রায়না : আইপিএল এলেই ছক্কার ফুলঝুরি ফোটাতে মেতে ওঠেন সুরেশ রায়না। এখন পর্যন্ত ১৫৭ ইনিংসে ১৭৩টি ছয় মেরেছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে মিস্টার আইপিএল।

রোহিত শর্মা : ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান তিনি। এখন পর্যন্ত ১৫৯ ম্যাচে ১৭২টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান। তালিকায় তিনে এ ভারতীয় ব্যাটার।

ডেভিড ওয়ার্নার : এবারের আইপিএলে দেখা যাবে না বিধ্বংসী এ অজি ওপেনারকে। কেপটাউন টেস্টে বল টেম্পারিং কলঙ্কে নিষিদ্ধ হয়েছেন তিনি। ওয়ার্নার এ পর্যন্ত ১১৪ ইনিংসে ১৬০টি ছয় মেরেছেন। রয়েছেন তালিকায় চার নম্বরে।

বিরাট কোহালি : আধুনিককালের অন্যতম সেরা ব্যাটার তিনি। ১৪১ ইনিংসে ১৬০টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। স্ট্রাইক রেট প্রায় ১৩০। তালিকার পঞ্চম স্থানে আরসিবি অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধসালমান খানকে থাকতে হবে সাধারণ অপরাধীর মতোই