রাজশাহীতে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

রাজশাহীতে বোরকা পরে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে রোহিঙ্গা তরুণী। এ সময় তার সঙ্গে থাকা পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়।

আটক দালালরা হলেন, শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগম (২৫)। তাদের বাড়ি নগরীর সপুরা এলাকায়।

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ তাদের আটক করে।

চন্দ্রিমা থানার ওসি হুমায়ূন কবির জানান, বোরকা পরা এই রোহিঙ্গা তরুণী আরাকান ভাষায় কথা বলেছেন। কিন্তু তার নাম জানতে চাইলে কী বলছেন, তা বোঝা যাচ্ছে না।

ওসি জানান, আটক তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাদের চারজনকে আটক করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, এই তরুণীর সঙ্গে চট্টগ্রামের কোনো দালাল ছিল।

তিনি জানান, আটক তিন দালালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আটক তরুণীকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ডক সাহেবের পাক দরবার শরীফ ঔরস অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিরিয়ায় মার্কিন সামরিক ব্যয় সৌদির পরিশোধ করতে হবে: ট্রাম্প