সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে গেছে। ওই ডিঙি নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন তীরে সাঁতার কেটে পৌঁছতে পারলেও নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরঘাটে লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ডিঙি নৌকা। আটজন যাত্রীর মধ্যে এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে। তবে সর্বশেষ রাত সাড়ে ৮টা অবধি নিখোঁজদের খোঁজ মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধভালোবাসা পেলে অটিস্টিক শিশুরাও দেশের সম্পদ হবে: প্রধানমন্ত্রী