পপুলার২৪নিউজ ডেস্ক :
নিকারের বৈঠকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে পৌর মেয়র ও মহানগর আওয়ামী লীগ।
সোমবার বিকালে নিকারের বৈঠকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদনের সঙ্গে সঙ্গে পৌর মেয়র ইকরামুল হক টিটুর নেতৃত্বে শহরের টাউনহল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে শহরের শিববাড়ীর আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদ্দৌস জিল্লু, যুবলীগ আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খান, রেজাউল হাসান বাবু, মহানগর যুবলীগের রাসেল খান পাঠান প্রমুখ। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২১.৭৩ বর্গকিলোমিটার আয়তনের ময়মনসিংহ পৌরসভার সঙ্গে আরও ৬৯.৫৭৬ বর্গকিলোমিটার বর্ধিত করে সর্বমোট ৯১.৩১ বর্গকিলোমিটার আয়তনের দেশের এই ১২তম সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদন দেয়া হলো। ফলে সিটি কর্পোরেশনে পৌরসভার সীমানার সঙ্গে যুক্ত হলো সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আকুয়া ও বয়ড়া ইউনিয়ন সম্পূর্ণ এবং ৬টি ইউনিয়নের (খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষিয়া) আংশিক। মোট মৌজার সংখ্যা হবে ৩২টি। সিটি কর্পোরেশন ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানা গুঞ্জন ছিল। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিকারের বৈঠকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদন হওয়ায় দারুণ খুশী নগরবাসী।