পপুলার২৪নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে চাঁদা না পেয়ে প্রেমিককে বেঁধে রেখে এক এইচএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে ধুনট ও শেরপুর থানা পুলিশ যৌথ অভিযানে তাদের ধুনটের চরখাদুলী এবং ভাদাইল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।
এর আগে ওই দিন সকালে নির্যাতিতার বাবা সোমবার দুপুরে শেরপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের চর খাদুলী গ্রামের মাসুদ রানার ছেলে মো. সোহাগ (২০) ও একই ইউনিয়নের ভাদাইলহাটা গ্রামের শাজাহান আলীর ছেলে স্বপন শেখ (২১)।
বগুড়ার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, মোবাইল ফোনে ধুনটের প্রতাপ খাদুলী গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে রংপুর সদরের খটখটিয়া গ্রামের শামীম আহমদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্রে গত ২৬ মার্চ দুজন শেরপুর উপজেলা সদরে আসেন।
তারা সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর ওই গ্রামের আকুল মিয়া, স্বপন শেখ ও সোহাগ তাদের আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
টাকা না দিলে তাদের প্রথমে মারপিট করা হয়। এরপর তারা তিনজন প্রেমিক শামীমকে বেঁধে রেখে প্রেমিকা এইচএসসি পরীক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করেন।
এদিকে ধর্ষকদের হুমকি-ধামকির কারণে প্রেমিক যুগল আইনের আশ্রয় না নিয়ে ঢাকায় চলে যান। নির্যাতিতা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রোববার ধুনটের বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানান।
তিনি আরও জানান, বিকালে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।