নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের প্রায় সাড়ে ৩ লাখ নিঃস্ব চাষী পরিবার এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। গত বোরো মৌসুমে চৈত্র মাসে সম্পূর্ণ ফসল পানিতে ডুবে যায়। এতে কৃষক পরিবারের মধ্যে হাহাকার দেখা দেয়। বাঁচার সংগ্রাম করে ফসল হারানো মানুষজন। এবার নানা প্রতিকূলতার মধ্যে হাওরে বোরো চাষ করার পর এখন হাওরের সবুজ ও হলুদাভ ধানক্ষেতে হাওয়ার কাঁপনে নিজেরাও আনন্দে দোলছে। দেশি বোরো ধানে কৃষকের মনে খুশির ঝিলিক লেগেছে। বিচ্ছিন্ন ভাবে আগে রোপণ করা হয়েছে এমন জমিতে ধান কাটতে দেখা যাচ্ছে কৃষকদের।
দিরাই, ছাতক ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের উঁচু শ্রেণির জমিতে স্থানীয় জাতের বোরো টেপু ও গর্চি ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগের মতে এবছর আবহাওয়া উপযোগী থাকায় সম্পূর্ণ ফসল গোলায় তোলা গেলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। হাওর থেকে এবার প্রায় ৩ হাজার কোটি টাকার ধান উৎপাদনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আগামী এক সপ্তাহের মধ্যেই দেশি ধান পুরোদমে কাটা যাবে। তবে উচ্চ ফলনশীল ধানের প্রতি কৃষকরা ঝুকে যাওয়ার কারণে এখন দেশি জাতের ধান আবাদ কমে আসছে।
কৃষি বিভাগের মতে, সুনামগঞ্জে এবছর ২ লাখ ১৯ হাজার ২৯৪ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। গতবার ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। যা সম্পূর্ণই তলিয়ে গিয়েছিল। এবছর দেশি প্রজাতির ধান ৪৯১২ হেক্টর, উফশী ১৮৩৫৫ হেক্টর এবং হাইব্রিড ৩২ হেক্টর চাষ হয়েছে।
ছাতক উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, স্থানীয় জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরো ১০-১৫দিন সময় লাগবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন হাওরে দেশি ধান কাটা হচ্ছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।