সুনামগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো খেতের ব্যাপক ক্ষতি

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে সহস্রাধিক কাঁচা-আধা পাকা ঘরবাড়ির ক্ষতি হয়। ঝড়ের সাথে প্রচন্ড শিলাবৃষ্টিতে বোরো খেতের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে গাছ উপড়ে পড়েছে। ক্ষতি হয়েছে সবজি খেতেও।
ছাতকের আহারগাঁও গ্রামের ভূলন মিয়া জানান, ঝড়ে কপলা বাজারের বেশ কয়েকটি দোকানের চালা ভেঙ্গে চুড়ে পড়ে। বোরো ও ইরি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। হলদিউরা গ্রামের আনামুল হক জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ও ইরি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে শিলার আগাতে ধানের শিশ ভেঙ্গে গেছে। আব্দুল মতলির জানান, ঝড়ে ঘরের টিন উড়ে গেছে। শিলাবৃষ্টিতে এলাকার সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে বিভিন্নস্থানে গাছপালা ভেঙে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রকে এসিড নিক্ষেপকারী দম্পতি গ্রেফতার
পরবর্তী নিবন্ধইসরাইলি বাহিনীর গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত