যত দূরেই থাকি না কেন সবসময় আপনাদের সঙ্গে আছি: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

যত দূরেই থাকি না কেন, সব সময় আমি আপনাদের সঙ্গে আছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের আনাচে-কানাচে চিনি। দেশের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। আমি হেঁটেছি, নৌকায় চড়েছি, ট্রেনে যাতায়াত করেছি। আমি ভালো করে জানি দেশের কোথায় কোন সমস্যা।

তিনি বলেন, জাতির পিতার কাছে শুনেছি কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি এলে কোনো উন্নয়ন হয় না।

‘বিএনপি তো লুটপাটেই ব্যস্ত। খালেদা জিয়ার ছেলেরা ব্যাংক থেকে টাকা লটু করে নিয়ে চলে গেছে। এক টাকাও ফেরত দেয়নি। সেই অর্থ ফিরিয়ে আনা হচ্ছে,’ বলেন প্রধানমন্ত্রী।

‘বিএনপি ক্ষমতায় এলে মানুষ উপহার পায় লাশ। আর আমরা ক্ষমতায় এলে মানুষ পায় উন্নয়ন। কারণ আমাদের কাজ জনগণের উন্নয়ন করা। দেশের ভাগ্য পরিবর্তন করা। এটাই আমাদের ওয়াদা।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, বিদেশ থেকে এতিমের জন্য আনা টাকা মেরে খেয়েছেন তিনি। যে এতিমের টাকা মেরে জেলে গেছে তার জন্য আবার আন্দোলন কিসের।

এতিমের হক না দিলে তার জন্য কোরআনে শাস্তির কথা উল্লেখ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম সারাক্ষণ মিথ্যা কথা বলেন। মিথ্যা বলতে বলতে তার মুখ ব্যথা হয়ে গেছে। এত মিথ্যা কথা তিনি কীভাবে বলেন, ভেবে পাই না। মিথ্যা কথা বললে আল্লাহ তায়ালাও নারাজ হন।

বিমান প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মির্জা ফখরুল বিমানকে ধ্বংস করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, যুদ্ধাপরাধীরা বাংলাদেশের উন্নতি চায়নি। তারা কখনও এ দেশের উন্নয়ন করতে পারবে না।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

জনসভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি চাইলে অন্যদিন সমাবেশের অনুমতি পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পৈত্রিক জমিতে ভোগ দখলে বাধা আদালতে মামলা দায়ের