চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মনসুর গ্রুপ ও বিপুল গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ৮ জন আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল বিশ্ববিদ্যালয় স্টেশনে এসব ঘটনা ঘটে।

আহতরা হল- আইন বিভাগের ৩য় বর্ষের ফোরকান, গণিত বিভাগের সাজিদ, ইতিহাস বিভাগের ২য় বর্ষের রিয়াজ রাফি, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তারেক ইকবাল, পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের কামাল উদ্দিন,লোকপ্রশাসন বিভাগের তানিম ও বাংলা বিভাগের ১ম বর্ষের নেয়ামত উল্লাহ।

আহতদের মধ্যে তানিম ও ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃরা সবাই মনসুর গ্রুপের নেতাকর্মী।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ অতিরিক্ত ও ১৭ যুগ্মসচিব পদে রদবদল
পরবর্তী নিবন্ধপ্রেমের টানে ফিলিপাইনের তরুণী কুড়িগ্রামে