নেইমারকে ছাড়া আমরা খেলতে শিখছি: তিতে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাশিয়া ও জার্মানির বিপক্ষে প্রীতিম্যাচে ছিলেন না দলের প্রাণভোমরা নেইমার। তবু জয় পেতে সমস্যা হয়নি ব্রাজিলের। দুদলের বিপক্ষেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে সেলেকাওরা। এর পুরো কৃতিত্ব ছেলেদের দিচ্ছেন কোচ তিতে। বললেন, সুপারস্টার ছাড়া আমরা খেলতে শিখছি।

ফেব্রুয়ারিতে মার্সেইয়ের বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এ জন্য ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তাকে। সফল অস্ত্রোপচার শেষে রিও ডি জেনিরোতে নিজের বিলাসবহুল বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। ধারণা করা হচ্ছে- বিশ্বকাপ শুরুর ঠিক আগেই সেরে উঠবেন ব্রাজিল যুবরাজ।

নেইমারের অনুপস্থিতিতে রাশিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আর জার্মানি জয় পায় ১-০তে। অনেকে বলছেন, বার্লিনে জার্মানদের হারিয়ে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে শোচনীয়ভাবে হারার প্রতিশোধ নিয়েছে সেলেকাওরা। যে ম্যাচে ঘরের মাঠ বেলো হরিজেন্তে ক্লোসা-মুলারদের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

তবে তিতের কণ্ঠে ভিন্ন সুর, আমাদের সেরা খেলোয়াড় বাইরে। দল নেইমারকে মিস করে। কিন্তু তাকে ছাড়া আমরা খেলতে শিখছি। তুখোড় ফরোয়ার্ডকে ছাড়াই শক্তিশালী হওয়ার চেষ্টা করছি। ছেলেরা দুর্দান্ত খেলছে। সবাই দল হয়ে খেলতে চেষ্টা করছে।

ব্রাজিল কোচ ভালো করেই অনুভব করতে পারছেন, জার্মানির বিপক্ষে এ জয় দিয়ে চার বছর আগের ক্ষতে প্রলেপ দেয়া যাবে না। সেই কষ্টও লাঘব হবে না। তাই তাকে অতীত বলে ধরে নিয়ে ভুলে থাকতে চাচ্ছেন তিনি।

তিতে বলেন, এটি সত্য, ওই ম্যাচে আমাদের অশুভ ভুত ঘাড়ে চেপে বসেছিল। ব্রাজিলিয়ানরা এখন ঘুণাক্ষরেও তা স্মরণ করতে চায় না। আমিও সেই দুর্যোগের কথা মনে রাখতে চায় না। তা কেবল অতীতই। আগের দুঃসহ স্মৃতি নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না।জীবনের মানেএটিই।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে ফিলিপাইনের তরুণী কুড়িগ্রামে
পরবর্তী নিবন্ধভালুকায় বিস্ফোরণে দগ্ধ কুয়েট শিক্ষার্থী শাহীন মারা গেছেন