২৮১ যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে জাহাজ বিকল

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজ ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ওই জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, এমভি মনিরুল হক বিকেলে চট্টগ্রাম থেকে ২৮১ জন যাত্রী নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা দেয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে আটকে যায়।

বিষয়টি নিশ্চিত করে ওই জাহাজে থাকা যাত্রী মো. মান্নান জানান, চট্টগ্রাম থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়। সন্ধ্যায় ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ বঙ্গোপসাগরে আটকা পড়ে। এখনো সাগরে ভাসছে জাহাজটি। কোনো জাহাজ উদ্ধারে এখনো ঘটনাস্থলে আসেনি।

পূর্ববর্তী নিবন্ধবিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে ,থাকবে : কাদের
পরবর্তী নিবন্ধপুতিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন