ভারতের বিপক্ষে ৪ রান তুলে নেয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রান পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গত শুক্রবার শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুলে দিয়েছেন এই অলরাউন্ডার।
রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলায় ভারতের বিপক্ষে ৯ রানে ব্যাট করছেন রিয়াদ।
২০০৭ সালের জুলাই মাসে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মাহমুদউল্লাহর। এরপর থেকে প্রায় এক যুগে বাংলাদেশের হয়ে ৬৬ ম্যাচ খেলে ৩ ফিফটিতে করেছেন ৯৯৬ রান।
শুক্রবার শ্রীলংকার বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচে জয়ের নায়ক মাহমুদউল্লাহ। সারা দেশে তিনি এখন প্রশংসার বন্যায় ভাসছেন। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬০ রানের টার্গেটে খেলতে নেমে টপঅর্ডারের ব্যাটসম্যানরা যখন প্যাভিলিয়নে মাথা নিচু করে চলে যাচ্ছিলেন টাইগার সমর্থকরা তখন আশা প্রায় ছেড়েই দিয়েছিল।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। ওভারের প্রথম দুই বল বাউন্স দেন ইসুর উদানা। লেগ আম্পায়ার ‘নো বলের’ কল করলেও সেটি মূল আম্পায়ার অগ্রাহ্য করেন। যার ফলে শেষ ৪ বলে প্রয়োজন হয় ১২ রানের।
তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে সমর্থকদের আশা জাগিয়ে তুলেন। পরের বলে রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে দুই রান নিলে ম্যাচ হেলে যায় বাংলাদেশের পক্ষে। এবার দুই বলে ৬। উত্তেজনার পারদ যখন সর্বোচ্চ অবস্থানে ঠিক ওই সময় প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি মাহমুদউল্লাহ। বোলার উদানাকে উড়িয়ে মেরে সীমানা পার করে দলের বিজয়ঝাণ্ডা উড়ান। তখনও এক বল বাকি, ফাইনালে বাংলাদেশ।