নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গুরমার (বর্ধিতাংশ) হাওরের একটি ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) সভাপতি আব্দুর রাজ্জাক। কাবিটা নীতিমালা অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁর প্রকল্প কাজ সমাপ্ত করার কথা। তাঁর কাজের জন্য মোট বরাদ্দের ৬৫ ভাগ টাকা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাঁকে। একদিকে কাজের চাপ অন্যদিকে শ্রমিকের টাকা যোগাড় করতে গিয়ে হিমশিম খেতে থাকেন তিনি। এছড়াও রয়েছে প্রশাসনের হাতে হেনস্থা হয়ে মান সম্মান হারানোর ভয়। এতো চাপের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ করেই স্ট্রোক করেন আব্দুর রাজ্জাক। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখন তাঁর হাত পা আংশিক অচল হয়ে গেছে। স্পষ্ট করে তিনি কথাও বলতে পারছেন না। বরাদ্দের বাকি টাকা না পাওয়ায় শ্রমিকের মজুরির টাকাও পরিশোধ করতে পারছেন না তিনি।
উপজেলার চামরদানি ইউনিয়নের কাইল্যানি হাওরের আরেক পিআইসি সভাপতি আবদুল মোতালিবও বরাদ্দের তৃতীয় কিস্তির টাকা না পেয়ে পাগল প্রায়। তিনিও সপ্তাহ খানেক আগে আব্দুর রাজ্জাকের মতো স্ট্রোক করেন বলে জানা গেছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনিও শ্রমিকের টাকা পরিশোধ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন।
মোট বরাদ্দ ১৮ লাখ ৯২ হাজার টাকার মধ্যে দুই কিস্তিতে ৮ লাখ ৫৯ হাজার টাকা পেয়েছেন গুরমার (বর্ধিতাংশ) হাওরের আরেক পিআইসির সভাপতি আব্দুল সালাম। তিনি তাঁর কাজ কাজ শেষ করতে গিয়ে ৫ লাখার টাকার মতো ঋণ করেছেন। শ্রমিকেরা তাদের মজুরির টাকার জন্য তার ধারে ধরে ঘুরছেন। তৃতীয় কিস্তির টাকা না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। আব্দুল সালাম জানান, এখন তার গলায় দড়ি দেওয়ার অবস্থা হয়েছে তার। এদিকে একই হাওরের আরেক পিআইসি সভাপতি আজিজুল হক শ্রমিকের বকেয়া টাকা পরিশোধ করতে না পেরে নিজ বসত ভিটা ছেড়ে একটি জমলহালে গিয়ে অবস্থান করছেন। আব্দুর রাজ্জাক, আবদুল মোতালিব, আবদুস সালাম ও আজিজুল হকের মতো অনেক পিআইসি সভাপতিই দিশেহারা হয়ে ছুটছেন টাকার জন্য। অনেকে পিআইসিই তৃতীয় কিস্তির পুরো টাকা পায়নি। অনেকেই ঋণ করে শ্রমিকের মজুরির টাকা পরিশোধ করেছেন কেউ করেননি। ফসল রক্ষা বাঁধের কাজে অনুন্নয়ন খাতের বরাদ্দের পুরো টাকা ছাড় না হওয়ায় এ খাতের পিআইসির লোকজনকে চরম বিপাকে পড়তে হয়েছে। তৃতীয় কিস্তির টাকাও ২৫ ভাগের মধ্যে কাউকে ১০ ভাগ কাউকে ১৫ ভাগ ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় সেই টাকাও উত্তোলন করতে পারছেন না কেউ কেউ। পাউবো মাত্র ৬০/৬৫ ভাগ টাকা দিয়ে শতভাগ কাজ আদায় করার চেষ্টা করছে মনে করছেন তারা। চলতি বোরো মৌসুমে ধর্মপাশা উপজেলার ৮টি হাওরে মোট ১৩৪টি প্রকল্পের কাজ হচ্ছে। উন্নয়ন খাতে ৭৭টি ও অনুন্নয়ন খাতে ৫৭টি প্রকল্প রয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও মো. মামুন খন্দকার বলেন, প্রতিদিনই পিআইসির সভাপতিরা টাকার জন্য আমার কার্যালয়ে এসে ভীড় করছে। অনুন্নয়ন খাতে ৬ কোটি টাকা ছাড়া দেওয়া হয়েছে। এখনও ৪ কোটি ৪৩ লাখ টাকা ছাড় দেওয়া হয়নি। ফলে পিআইসির তৃতীয় কিস্তির টাকা পরিশোধ করা যাচ্ছেনা। বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।
সুনামগঞ্জ জেলা পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়া বলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাহিদা জানিয়েছেন। আগামী কালকের মধ্যে চাহিদা অনুযায়ী বরাদ্দ ছাড় দেওয়া হবে