সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটিতে ভাই-ভাই, বাবা-মেয়ে

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দুই বছর পর প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। তবে কমিটিতে অনেক যোগ্য, ত্যাগীরা বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া একই পরিবারের একাধিকজনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপথ কাপানো তারকা নেতাদের বদলে সুবিধাবাদী হিসেবে পরিচিত অনেককে দেওয়া হয়েছে শীর্ষপদ। এছাড়াও মুক্তিযুদ্ধা পরিবারকেও বঞ্চিত করা হয়েছে বলে ক্ষোভ বরিাজ করছে। অনেক নেতাকর্মী বলছেন, তাদের কারণে অনেক সিনিয়র নেতৃবৃন্দ কমিটি থেকে বাদ পড়ে গেছেন।
নতুন জেলা কমিটিতে দেখা যায়, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের সঙ্গে তার আরো দুই ভাই স্থান পেয়েছেন। তারা হলেন সহ-সভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন ও সদস্য ফজলুল কবির তুহিন। সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন এডভোকেট আফতাব উদ্দিন আহমদ, আবার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ঠাঁই পেয়েছেন তার কন্যা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী যুগ্ম সম্পাদকের পদ পেয়েছেন। তার সঙ্গে ছোট ভাই শামীম আহমেদ চৌধুরী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল পেয়েছেন কৃষি বিষয়ক সম্পাদক পদ। তার এই পদ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দলের এই ত্যাগী নেতার চেয়ে ভালো পদ পেয়েছেন তাঁর চেয়ে বয়সে ছোট, অনভিজ্ঞ নেতারা। বাবুলের ছোট ভাই অমল কান্তি চৌধুরী হাবুলও সদস্য পদ পেয়েছেন। নেতাকর্মীরা বলছেন, তাদের কারণে অনেক সিনিয়র নেতৃবৃন্দ কমিটি থেকে বাদ পড়ে গেছেন।
জেলা আ.লীগের এক তরুণ নেতা বলেন, আ.লীগের সিনিয়র তিন নেতা অ্যাড. আলী আমজদ, অ্যাড. রইছ উদ্দিন, এডভোকেট পীর মতিউর রহমানের মতো ত্যাগীদের জায়গা হয়নি। আবার অনেক নেতা যাদের সর্বশেষ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে রাজপথে কোনোদিন দেখা যায়নি তারা পদ বাগিয়ে নিয়েছেন। রাজনীতির জন্য এটা শুভ লক্ষণ নয়।
২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মতিউর রহমান সভাপতি ও ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছর এক মাস পর বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, সিদ্দিক আহমদ, সাবেক পিপি শফিকুল আলম, পিপি খায়রুল কবীর রুমেন, অবণী মোহন দাস, রেজাউল করিম শামীম, সৈয়দ আবুল কাসেম।
যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক শংকর দাস, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ।
আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল করিম, কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু। ছাতক পৌরসভার মেয়র ও তার ভাইকেও সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া এস-৪০০ বিক্রি করলেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধধর্মপাশায় পিআইসির সভাপতিরা পালিয়ে বেড়াচ্ছেন