বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল টিম গঠন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৩ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ কমিটি ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেনকে প্রধান করে এই টিম গঠন করা হয়েছে।

মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন- শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক সাজ্জাদ হোসাইন খন্দকার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মো. ফারুক আলম, ঢামেক বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের ডা. রায়হানা আউয়াল, ঢামেকের চিকিৎসক মহিউদ্দিন আহমেদ, ঢামেকের চিকিৎসক এ জে এম মোশতাক হোসেন. ঢামেকের চিকিৎসক শামসুজ্জামান, মোজাফফর হোসেন, আবদুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর কবীর, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জহির উদ্দিন ও জামাল হোসেন।

উল্লেখ্য, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। তখন সেটিতে আগুনও ধরে যায়। বিমানের ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের পাইলট, কো-পাইলট ও দুজন ক্রুসহ বাংলাদেশের ২৬ জন, নেপালের ২৪ ও চীনের ১ জন রয়েছেন।

আহতদের মধ্যে বাংলাদেশি ১০ জন, নেপালের ৯ ও মালদ্বীপের ১ জন।

পূর্ববর্তী নিবন্ধবিচার বিভাগের কাজে কখনোই হস্তক্ষেপ করি না : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপিবিহীন নীলনকশার নির্বাচন বাস্তবায়ন হতে দেয়া হবে না: মওদুদ