মনজুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুন:নিয়োগ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকারী মালিকাধীণ রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনকে আর তিন বছরের জন্য পুন:নিয়োগ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের থেকে রূপালী ব্যাংকে এই পদে পুন:নিয়োগ দেয়া হয়।
মনজুর হোসেন ২ এপ্রিল ২০১৫ সালে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ পান। তিনি সিনিয়র সচিব হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত ছিলেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক এ্যাফেয়ার্স এ ফেলোশীপ করেন। তিনি অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, জাপান, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশ ভ্রমন করেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: মওদুদ
পরবর্তী নিবন্ধফিরলেন সাকিব, ফিল্ডিংয়ে বাংলাদেশ