গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দোকানে আগুন, মালিক দগ্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি চালের দোকানে আগুন লেগেছে। এতে দোকান মালিক মো. হুমায়ূন কবির (৫৫) দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধমো. হুমায়ূন কবির কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স ফুড ওয়্যারে চাকরিও করতেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, ভোরে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় মো. হুমায়ূন কবিরের মেসার্স শাওন সুমন রাইস এন্টারপ্রাইজ নামে একটি দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগে। একপর্যায়ে দোকান মালিক মো. হুমায়ূন কবির আগুনে দগ্ধ হন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হুমায়ূন কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায় এবং আগুন নেভায়।

স্টেশন অফিসার আরও জানান, দগ্ধ মো. হুমায়ূন কবির এপেক্স ফুড ওয়্যারে চাকরি করতেন পাশাপাশি চাল ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন।

পূর্ববর্তী নিবন্ধপাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধমেসির মতো ফুটবলার ৫০ বছরে একজন জন্মে: কন্তে